Search

জামালপুরে হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

  • 0
  • 1 views

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরের মাদারগঞ্জে ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার (১ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এ আদেশ দেন।

এদিকে উপজেলা চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ শুনে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্তে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসে। এরপর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে নেন তিনি। রোববার (৩০ জুন) জামিনের মেয়াদ শেষ হয় তার। সোমবার (১ জুলাই) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফের জামিন আবেদন করলে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হলেন কার্তিক
Prev Post বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হলেন কার্তিক
যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
Next Post যত্ন-স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *