Search

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদী জেলা প্রতিনিধি

  • 0
  • 1 views

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার দূরের খাকচক এলাকার কমলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাদের মধ্যে দুজন ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোর, একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অপর দুজনের ৩০ ও ৪৫ বছর হতে পারে বলে ধারণা পুলিশের। তবে এখন পর্যন্ত কারও নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।

রায়পুরা রেললাইনের পাশে বসবাসকারী রফিক মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে রায়পুরা স্টেশন এলাকায় বসবাস করি। কিন্তু, কখনো এত মানুষের এমন মৃত্যু দেখিনি। তারা কীভাবে মারা গেছে বুঝতে পারছি না। সকালে উঠে লাশ দেখতে পাই। মনে হচ্ছে, হত্যার পর তাদের লাশ কেউ এ জায়গায় ফেলে গেছে।’

স্থানীয় আজিজুর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেই। ধারণা করছি, রাতে ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। কিন্তু, একসঙ্গে এত মানুষ কীভাবে মারা গেলেন সেটা মাথায় আসছে না।’

এ বিষয়ে মেথিকান্দা রেলস্টেশনের মাস্টার আশরাফ আলী বলেন, ভোররাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ দেখতে পাই। তাদের প্রত্যেকের বয়স ২০-৩২ এর মধ্যে। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
Prev Post চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
আয়রনের ঘাটতি দূর করবে যে খাবার
Next Post আয়রনের ঘাটতি দূর করবে যে খাবার

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *