Search

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

  • 0
  • 5 views

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর তেমন কোনো ব্যস্ততা নেই ম্যান ইন গ্রিনদের। লম্বা বিরতির পর বাবর আজমরা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। ঘরের মাঠে টাইগারদের আতিথেয়তা দিবে পাকিস্তান। আসন্ন এই টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ২১ ও ৩০ আগস্ট টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জানা গেছে ভেন্যুও, প্রথম টেস্ট রাওয়ালপিন্ডি এবং দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ২০২০ সালে। সিরিজের একমাত্র সেই ম্যাচে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা।

শুক্রবার (৫ জুলাই) এক বিবৃতিতে পিসিবি চারটি সিরিজের সূচি প্রকাশ করেছে। প্রথমে তারা বাংলাদেশকে নিজেদের মাটিতে আতিথ্য দেবে। পরবর্তীতে ঘরের মাঠেই ফের ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের দুটি টেস্ট এবং নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।

জানা গেছে, আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দল পাকিস্তানে পা রাখতে পারে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট এবং করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। ফলে উভয় দলের জন্যই দীর্ঘ ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এই সিরিজ গুরুত্বপূর্ণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্কার কাজ চলছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের, সে কারণে ওই ভেন্যুতে এসব সিরিজের কোনো ম্যাচ হবে না।

এ ছাড়া ৭ অক্টোবর থেকে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে আতিথ্য দেবে বাবর আজমের দল। তিনটি টেস্ট হবে মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এরপর ১৬ জানুয়ারি থেকে করাচি ও মুলতানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ক্যারিবীয়রা। পরবর্তীতে ফেব্রুয়ারিতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওই সিরিজের প্রতিটি ম্যাচই হবে মুলতানে।

এদিকে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের প্রস্তাবিত সূচি দিয়েছে স্বাগতিক পাকিস্তান। যা পরে চূড়ান্ত করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বাংলাদেশসহ এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। ড্র হয়েছিল মাত্র একটি টেস্ট। ২০২১ সালের পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হয়নি এই দুই দল।

অপ্রাপ্ত বয়সে চুলে পাকার কারণ ও প্রতিকার
Prev Post অপ্রাপ্ত বয়সে চুলে পাকার কারণ ও প্রতিকার
উজ্জ্বল ত্বকের জন্য ৮ প্রাকৃতিক উপাদান
Next Post উজ্জ্বল ত্বকের জন্য ৮ প্রাকৃতিক উপাদান

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *