Search

বিএসএমএমইউ’র আজীবন ‘ইমেরিটাস অধ্যাপক’ হলেন ডা. এবিএম আব্দুল্লাহ

  • 0
  • 2 views

নিজস্ব প্রতিবেদক : 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজীবনের জন্য ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনিই প্রথম এমন সম্মানে ভূষিত হলেন।

বৃহস্পতিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে তার নিয়োগের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পরে এ সংক্রান্ত সম্মাননা সনদ বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক দীন মো. নূরুল হক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর হাতে তুলে দেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় দেশের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, এ ধরণের সম্মাননা আরও বেশি কাজ করার উৎসাহ জোগায়। অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি। বিএসএমএমইউ কর্তৃপক্ষের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

ভাত খাওয়ার কতক্ষণ পর পানি খাবেন?
Prev Post ভাত খাওয়ার কতক্ষণ পর পানি খাবেন?
আলোচিত ছাগলকাণ্ডে মতিউর ও স্ত্রী-সন্তানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা
Next Post আলোচিত ছাগলকাণ্ডে মতিউর ও স্ত্রী-সন্তানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *