Search

রথযাত্রায় আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

  • 0
  • 3 views

নিজস্ব প্রতিবেদক : 

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের যে দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে তাদের কেউই আশংকামুক্ত নন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে।

সোমবার (৮ জুলাই) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, যে দুজন ভর্তি হয়েছে, তাদের কেউই আশংকামুক্ত নন। আমি বগুড়া এবং বার্নের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শোকবার্তা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। রথযাত্রায় যে দুর্ঘটনা হয়েছে, তা খুবই মর্মান্তিক এবং শোকাবহ। সেইসেঙ্গ রথযাত্রায় আহত ব্যক্তিদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য বগুড়ায় সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার (৭ জুলাই) বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে ৪ জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হয়েছেন।

চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Prev Post চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
ঢ্যাঁড়সের যত গুণ
Next Post ঢ্যাঁড়সের যত গুণ

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *