Search

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

  • 0
  • 4 views

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকারিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) পল্লবী থানার ১১ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এদিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত জাকারিয়ার সহকর্মী জালাল বলেন, আমরা ১১ নাম্বার রোডের ২৫ নম্বর সি-ব্লকে একটি নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রির কাজ করি। তিনতলা কলামের কাঠ খোলার সময় ওই ভবনের সামনে বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ লেগে জাকারিয়া অচেতন হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, বৃষ্টির কারণে ওই কলামের কাঠ ভেজা ছিল। ধারণা করছি কলামের ওই কাঠ ভেজা থাকায় সেটি তারে জড়ালে জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে ওই ভবনেই থাকতো। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়। জাকারিয়া ওই এলাকার নেছার উদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি পল্লবী থানা পুলিশকে জানিয়েছি।

ট্রফি নিয়ে দেশে ফিরলো চ্যাম্পিয়ন ভারত
Prev Post ট্রফি নিয়ে দেশে ফিরলো চ্যাম্পিয়ন ভারত
তিস্তা প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ : চীনের রাষ্ট্রদূত
Next Post তিস্তা প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ : চীনের রাষ্ট্রদূত

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *