Search

লঙ্কান লিগে খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মোস্তাফিজ

  • 0
  • 2 views

স্পোর্টস ডেস্ক : 

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের তিন ক্রিকেটার তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

রোববার (৩০ জুন) দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশত্যাগ করলেন এই তিন টাইগার ক্রিকেটার।

আগামী ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত মাঠে গড়াবে এলপিএলের পঞ্চম আসর। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে এবারের আসরে মোট ২৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মুস্তাফিজ। এ ছাড়া তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।

এবারই প্রথম লঙ্কান লিগে খেলবেন তাসকিন। শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তাই আলাদা করে দোয়া চাইলেন টাইগার পেসার, প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি।

এলপিএলের আগের আসরে দারুণ পারফর্ম করেছিলেন হৃদয়। খেলেছিলেন জাফনা কিংসের জার্সিতে। এবার দ্বিতীয়বার খেলতে যাওয়ার আগে বর্তমানে দেশের ধারাবাহিক এই ব্যাটার বলছিলেন, আলহামদুলিল্লাহ (বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলা) শুরু মানে আগে থেকেই সবাই খেলে। এখন একটু খেলোয়াড়রা বেশি খেলতেছে, সামনে সবাই আরও খেলবে ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করতে হবে, সব জায়গায় ভালো সুযোগ আসবে। আপাতত কোনো টার্গেট নেই, দোয়া করবেন।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষে গত শুক্রবার দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। দেশে ফিরে ক্রিকেটাররা দুই সপ্তাহের বিশ্রামে থাকছেন। এরপরই ফের ব্যস্ততা বাড়বে আগামী মাসে হতে যাওয়া তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগকে কেন্দ্র করে। তিন দেশের এসব লিগে খেলবেন বাংলাদেশের ৭ ক্রিকেটার।

যেসব খাবার শিশুর স্মৃতিশক্তি বাড়ায়
Prev Post যেসব খাবার শিশুর স্মৃতিশক্তি বাড়ায়
দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি কোনো শাস্তি হতে পারে না : মোমেন
Next Post দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি কোনো শাস্তি হতে পারে না : মোমেন

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *