Search

শিশুদের মানসিক রোগ ও লক্ষণ-সমূহ

  • 0
  • 2 views

বেশিরভাগ ছোট্ট বাচ্চারাই অনেক বেশি চঞ্চল হয় এবং বিভিন্ন ধরনের আচার-ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে সবসময় যে কোন সমস্যা বা অসুস্থতার কারণে এমনটা করে তা কিন্তু নয়। তবে আপনার সন্তান যদি দীর্ঘদিন ধরে অস্বাভাবিক আচরণ করে থাকে, তাহলে তা কিছুটা দুশ্চিন্তার কারণ বটে।

 

এই প্রসঙ্গে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার মনে করেন যে, ‘অনেক সময় শিশুদের আচরণে সমস্যা তৈরি হয়। তখন সে খুব রেগে যায়, ভাঙচুর করে, বাবা-মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে।

এছাড়াও সে বন্ধুদের সঙ্গে মিশতে পারে না, পড়ালেখায় আগ্রহ থাকে না, ঠিকমতো ঘুম ও খাওয়াদাওয়া করে না।’

 

তাইতো, এসব লক্ষণ দেখা গেলে বাচ্চার মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিতে হবে। আসুন শিশুদের মানসিক রোগের আরও কিছু লক্ষণ জেনে নিই-

● শিশু সমবয়সী বাচ্চাদের থেকে ভিন্ন এবং অস্বাভাবিক আচরণ করে থাকে।
● সবকিছুতে অতিরিক্ত চঞ্চলতা, রাগ, জেদ এবং অবাধ্য আচরণ করে।
● অনেকসময় অতিরিক্ত রেগে গিয়ে নিজেকে কিংবা অন্যকে আঘাত করে বসে।
● বাচ্চা সারাক্ষণ বিষণ্ণতা বা অবসাদে ভোগে।
● অন্যের প্রতি প্রতিশোধমূলক এবং উগ্র আচরণ করে থাকে।
● শিশু ঘন ঘন মাথা ঝাঁকায়।
● সারাক্ষণ অন্যমনস্ক অবস্থায় এবং দিবাস্বপ্নে বিভোর থাকে।
● অস্থিরতা, ভুলে যাওয়া এবং উদ্ভ্রান্তের মতো ছটফট আচরণ করে।
● কোন কিছু নিয়ে অস্থিরতা দেখায় এবং একটানা অতিরিক্ত কান্না করে।
● অগ্রহণযোগ্য, দৃষ্টিকটু এবং নেতিবাচক আচরণ করে থাকে।
● বাচ্চা রুটিন অনুযায়ী কাজ করতে পছন্দ করে না।
● অনেকবেশি আবেগপ্রবণ হয় এবং নিজের আবেগ-অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না।
● শিশু অনেক দেরিতে কথা বলা শেখে এবং বিভিন্ন কাজকর্মে অপটু হয়ে থাকে।
● অতিরিক্ত দুষ্টামি এবং বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।
● এই ক্ষেত্রে বাচ্চার বুদ্ধিমত্তা কম হয় এবং অ্যাবনরমাল আচরণ করে।
● অনেক ক্ষেত্রে ডাকলে সাড়া দেয় না বরং আত্মমগ্ন অবস্থায় থাকে।
● অনেকসময় বাইরের কাউকে কিংবা অন্য কোন মানুষের উপস্থিতি সহ্য করতে পারে না।

শিগগিরই ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
Prev Post শিগগিরই ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
গরমে কাঁচা আমের উপকারিতা
Next Post গরমে কাঁচা আমের উপকারিতা

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *