Search

১১ আগস্টের পর হবে সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

  • 0
  • 4 views

নিজস্ব প্রতিবেদক : 

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ জুন) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর থেকে শুরু হবে।

এর আগে ২০ জুন বন্যায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। আজ ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়েছে দেশের অন্যান্য বিভাগে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

রাজধানীতে আরো হলিডে মার্কেট চালুর পরিকল্পনা : সংসদে স্থানীয় সরকারমন্ত্রী
Prev Post রাজধানীতে আরো হলিডে মার্কেট চালুর পরিকল্পনা : সংসদে স্থানীয় সরকারমন্ত্রী
পাতলা চুল ঘন করতে যে খাবার খাবেন
Next Post পাতলা চুল ঘন করতে যে খাবার খাবেন

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *