Search

জুনে রেমিট্যান্স এলো ২৫৪ কোটি ডলার

  • 0
  • 0 views

নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক নানা সংকটের মধ্যে চাপে থাকা অর্থনীতিতে বড় ধরনের স্বস্তির খবর দিলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। সদ্য বিদায়ী জুন মাসে দেশে তারা পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ, অর্থাৎ ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ। রেমিট্যান্স পালে এমন সুবাতাস দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে প্রায় ২৩.৯১ বিলিয়ন ডলার।

এর আগে একক মাস হিসাবে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, সদ্য বিদায়ী জুন মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩ দশমিক ৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, জুন মাসে কোরবানি ঈদ থাকায় বেড়েছে দেশের প্রবাসী আয়। ঈদের সময় দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা, যার ব্যতিক্রম হয়নি এবারও।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর প্রবাসী আয় আসা বেড়েছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বর ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে এসেছে ২০৪ কোটি ৪২ লাখ, মে মাসে এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি, মার্চে ২০২ কোটি ২৪ লাখ, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ, মে মাসে এসেছে ১৬৯ কোটি ১৬ লাখ, জুন মাসে ২১৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী
Prev Post বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী
মানসম্মত গবেষণার তাগিদ বিএসএমএমইউ উপচার্যের
Next Post মানসম্মত গবেষণার তাগিদ বিএসএমএমইউ উপচার্যের

Leave a Comment:

Your email address will not be published. Required fields are marked *